Posts

How to tie a tie step by step in easy way

Image

How to draw a camel step by step video tutorial

Image

আপনিই রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল

Image
কি টাইটেল দেখে কি কিছু ভাব উদয় হল । আমি বলেছি আপনি রবীন্দ্রনাথ । আমি কিন্তু নই । তো যাই হোক লেখা লেখি করার অভ্যাস আর ইচ্ছা আর আকাঙ্খা দুইটাই আপনার মধ্যে আছে । তা না হলে আপনি এই পোস্ট টা  পড়তেন না । কি করে বুজবেন যে আপনি লেখা লেখি করার জন্য উপযুক্ত ? আপনি কি সব সময় কিছু না কিছু চিন্তা ভাবনা করেন ? সব সময় চিন্তা করতে ভাল লাগে ? ধরুন আপনার সামনে একটা খাতা আর কলম আছে, আপনি সেই কলম আর খাতা নিয়ে লিখতে বসে গেলেন । একটা বিষয় লক্ষ্য করে দেখলেন যে, আপনি যখন লেখা শুরু করেন আপনার মনের ভেতর থেকে অবরাম লেখা বের হয়ে তা কলমের মাধ্যমে খাতার পৃষ্ঠায় গল্প অথবা কবিতার রূপ নিচ্ছে দেখলেন তো , আপনি কিন্তু কবি সাহিত্যিক হয়ে গেছেন । বিষইয় আর একটা ভেবে দেখুন আপনি কিছু পারেন আর না পারেন বা যাই পারেন , আপনার মনের মধ্যে যদি এমন একটা ইচ্ছে আছে যে আমি যাই জানি তাই মানুষকে জানাতে চাই তাহলে লেখা লেখির পেশা আপনার জন্য সরি নেশা ।  লেখা লেখি কে পেষার সাথে জরিয়ে এতো সুন্দর একটা বাতিকে অন্ধকার করতে চাই না । অনেক সময় এমন হয় আমি যে কথা গুলো বলব তা আপনার স্বভাবের সাথে মিলে যাবে ।

আমি অনলাইন এ ইনকাম করতে চাই । তো এখন কি করতে পারি ?

Image
 আমি অনলাইন এ ইনকাম করতে চাই ।  তো এখন কি করতে পারি ?  আপনার প্রশ্নের উত্তর :-- আপনি অনেক কিছুই করতে পারেন । আপনি ভাবছেন এটা আবার কেমন উত্তর ।  ভাবাটাই সাভাবিক ।  যাক চিন্তার কোনো কারন নেই একটু কস্ট করে হলেও  বিস্তারিত বলি । আমি কিন্তু সবজান্তা শমশের নই । যেহেতু আপনি এই আর্টিকেল টা পড়ছেন তাতে মনে হয় এই বিষয়ে আমি আপনার থেকে বেশি জানি ।  সৌভাগ্যবশত কোনো বড় ভাই যদি পড়ে থাকেন তাদের কথা আলাদা । ১)  ইনকাম তো আর মুখের কথা না ।  যদি হইতোই তাইলে মানুষ টাকা কামানোর জন্য ২৫-২৬ বছর পড়া লেখার পিছনে খরচ করত না ।   আরে মিয়া এতো কস্ট করব না বলেই তো অনলাইন বেছে নিলাম ।   ভালই বললেন কিন্তু ,  ওরা ২৫-২৬ বছর উৎসর্গ করল আর আপনি ২-৩ বছর উৎসর্গ করবেন না তাই কি হয় । আচ্ছা ২-৩ বছর খরচ করে কি করব সেটা এবার বলেন ?? ২) আরে ভাই বলছি এতো তারাহুরা করলে হবে ?   আপনি এই ২-৩ বছর কিছু শেখার পিছনে ব্যয় করুন ।   আরে ভাই কি শিখব এইটা তো বলেন ?   ৩) ও, হ্য,  তাই তো কি শিখবেন ? --আপনার যেইটা ভাল লাগে সেইটা শিখবেন ।  -- আমার তো গান গাইতে ভাল লাগে তাইলে গান গেয়ে অ

বাংলাদেশে কেন বিল গেটস তৈরি হয় না ??

Image
টাইটেল দেখেই আশা করি বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে ঘ্যন ঘ্যন করতে চলেছি  । আপনি ভাবতেই পারেন এতো বড় বড় ব্যক্তিত্ব থুয়ে হঠাৎ বিল গেটস ।  --- তিনি আমার একজন প্রিয় মানুষ তাই তাকে দিয়ে উপমা দিতেই আমি পছন্দ করি । আপনি চাইলে আপনার প্রিয় মানুষটির নাম বিল গেটস এর জায়গায় বসিয়ে নিতে পারেন । আশা করি বুঝতে পেরেছেন । না বুঝলেও সমস্যা নেই  --- বিল গেটস এর জীবনি টা গুগল সার্চ দিয়ে পড়ে আসুন ,  তারপর এই আর্টিকেল টায় মনোনিবেশ করুন ।  আর যারা বুঝেছেন তার নিচের থেকে পড়তে শুরু করুন  => বিল গেটস তৈরি না হবার যে সমস্যা এই , সমস্যার সমাধান করতে হয়ত আমি পারব না ।  ভাবতে পারেন সমস্যা সমধান না করতে পারলে লেখার কি দরকার ? আপনার প্রশ্নের উত্তর  :-- আপনি মোটা হচ্ছেন না বলে কি ভাত খাওয়া ছেড়ে দেবেন ?  নিশ্চই না ,   কারন আপনি ভাত খেতে খেতে হয়ত একদিন মোটা হলেও হতে পারেন ,  কিন্তু ভাত  না খেলে যে কোনোদিনও মোটা হতে পারবেন না  সেটা আমার থেকে আপনি ভাল করে জানেন । " নামাজ পড়লে আশা রাখতে পারেন একদিন জান্নাতে গেলেও যেতে পারেন ,  কিন্তু নামায না পড়লে যে যেতে পারবেন এ আশা করা অনেকটাই