আমি অনলাইন এ ইনকাম করতে চাই । তো এখন কি করতে পারি ?


আমি অনলাইন এ ইনকাম করতে চাই ।  তো এখন কি করতে পারি ?

 আমি অনলাইন এ ইনকাম করতে চাই ।  তো এখন কি করতে পারি ? 

আপনার প্রশ্নের উত্তর :-- আপনি অনেক কিছুই করতে পারেন ।

আপনি ভাবছেন এটা আবার কেমন উত্তর ।  ভাবাটাই সাভাবিক ।  যাক চিন্তার কোনো কারন নেই একটু কস্ট করে হলেও  বিস্তারিত বলি ।

আমি কিন্তু সবজান্তা শমশের নই । যেহেতু আপনি এই আর্টিকেল টা পড়ছেন তাতে মনে হয় এই বিষয়ে আমি আপনার থেকে বেশি জানি ।  সৌভাগ্যবশত কোনো বড় ভাই যদি পড়ে থাকেন তাদের কথা আলাদা ।

১)  ইনকাম তো আর মুখের কথা না ।  যদি হইতোই তাইলে মানুষ টাকা কামানোর জন্য ২৫-২৬ বছর পড়া লেখার পিছনে খরচ করত না ।  

আরে মিয়া এতো কস্ট করব না বলেই তো অনলাইন বেছে নিলাম ।  

ভালই বললেন কিন্তু ,  ওরা ২৫-২৬ বছর উৎসর্গ করল আর আপনি ২-৩ বছর উৎসর্গ করবেন না তাই কি হয় ।

আচ্ছা ২-৩ বছর খরচ করে কি করব সেটা এবার বলেন ??

২) আরে ভাই বলছি এতো তারাহুরা করলে হবে ?  
আপনি এই ২-৩ বছর কিছু শেখার পিছনে ব্যয় করুন ।  

আরে ভাই কি শিখব এইটা তো বলেন ?  

৩) ও, হ্য,  তাই তো কি শিখবেন ?
--আপনার যেইটা ভাল লাগে সেইটা শিখবেন । 
-- আমার তো গান গাইতে ভাল লাগে তাইলে গান গেয়ে অনলাইন এ টাকা ইনকাম করব কিভাবে ?
-- ভাল প্রশ্ন ।  না ভাই গান গেয়ে অনলাইন এ টাকা পাওয়া যায় না ।  
-- তাইলে ?  
-- তাইলে আবার কি ? 
ক) গ্রাফিক্স ডিসাইন
খ) ওয়েব ডিসাইন
গ) এস ই ও (SEO)
ঘ) ওয়েব ডেভেলপ
এতো সুন্দর সুন্দর কাজ কি চোখে পড়ে না ।

৪) পারেন তো এক কাজ কইরেন  অন্যের রেফারেল এ গাধার মতো অল্প কিছু টাকার লোভে এমবি + সময় নস্ট করে এড এ ক্লিক কইরেন ।
এগুলো থেকে বিরত থাকেন । 

৫) বিভিন্ন সমস্যার সমাধান এর জন্য এর ওর হাত পায়ে না ধরে গুগল অথবা YOUTUBE এর সাহায্য নিলে বাধিত থাকতাম ।
কারন আমাদের মতো আমজনতার থেকে তারা অনেক বড় মানের শিক্ষক ।

৬) শুধু টাকার চিন্তা বাদ দিয়ে একটু শেখার প্রতি বেশি যত্নবান হোন ।
কারন  ১০ টি টাকায় ১০ দিন চলতে পারবেন । কিন্তু ১০ টি শিক্ষা প্রতিদিন ১০ টি টাকা এনে দেবার ক্ষমতা রাখে । 

৭) ধৈর্য হারা হইয়েন না । অনেক চেস্টা করছেন কিন্তু সফলতা নাই ।  
তাইলে এক কাজ করেন  আপনার আগানোর পদ্ধতি টা পরিবর্তন করুন । কিন্তু লক্ষ্য যেন ঠিক থাকে ।  ঐটা আবার পরিবর্তন কইরা বইসেন না । 

৮) এই দুনিয়ায় কেউ কারো ভাগ্য পরিবর্তন করে দিতে প্রস্তুত নন ।  তাই আপনার ভাগ্য আপনিই পরিবর্তন করার চেস্টা করেন ।  

উপসংহার  :- আরে ভাই সবি তো বললেন কিন্তু কাজ শিখব কোথায় ?  আর কাজ করব কোথায় ?

আর্টিকেল টা ভাল করে পড়লে এই প্রশ্ন টা করতেন না ।

যাই হোক -- গুগল আর ইউটিউব হলো সবথেকে বড় শিক্ষক ।  যারা এই দুটোর যথাযথ ব্যবহার শিখবে তাদের আর কোনো শিক্ষক লাগবে না ।

তাইলে না হয় শিখলাম কাজ পাব কোথায় ?

-- আরে গুগল রেই জিগান না বলে দেবে ।
সে যদি না বলতে পারে , তাইলে আমি কেমনে পারি ।

কারন আমার থেকে অনেক বড় বড় শিক্ষক আপনার আমার জন্য অনেক কিছু লিখে বসে আসে ।  যেটা গুগল এর মাধ্যমে খুজে আপনি বের করুন ।

 নিজের উপর আস্থা রাখুন  ,  আপনি পারবেন।  ব্যস হয়ে গেছে ।  শুরু করে দেন আজ থেকেই । 

আজ উঠলাম ।  
হ্যপি গুগলিয়ান । 
আমার ফেসবুক পেজ -- Click Here

Comments

  1. Hello!

    I am an affiliate program manager for InstaForex Group – the Best Broker in Asia.

    We would like to offer you the affiliate program cooperation with InstaForex. If you are interested to get involve in high commission based program, please contact me and I will provide the details.

    If you have any queries, do not hesitate to contact me.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বাংলাদেশে কেন বিল গেটস তৈরি হয় না ??